সকল মেনু

বাগেরহাটে জামায়াত পুলিশ সংঘর্ষ ; ওসিসহ আহত ১০

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরতলীর দশানীর পচাদিঘির পাড় এলাকায় রবিবার রাতে জামায়াত পুলিশ সংর্ঘষে বাগেরহাট মডেল থানার ওসিসহ ৪ পুলিশ আহত হয়েছে। অপর দিকে জামায়াতের পক্ষ থেকে দাবী করা হয়েছে সংর্ঘষে এসকেন্দার (২২) নামে একজন গুলিবিদ্ধসহ তাদের ৬ জন আহত হয়। গুরুতর আহত ৩ পুলিশ সদস্যকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরতলীর দশানী এলাকায় প্রায় ১ ঘন্টা ধরে চলা এসংঘর্ষের খবর শহরে ছড়িয়ে পড়লে দ্রুত দোকান পাট বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে থাকা বাগেরহাট মডেল থানার ওসি মোঃ লিয়াকত হোসেন জানান, নাশকতার উদ্যেশে জামায়াত শিবির পচাদিঘির পশ্চিম পাড়ে তাদের শ্রমিক সংগঠন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মঞ্জুরুল হক রাহাতের বাড়িতে বৈঠক চলছে এমন নিশ্চিত খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের নিয়ে রেব হবার সময়ে পাশ্ববর্তী খানজাহান আলী এতিমখানা থেকে জামায়াত -শিবির কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হমলা চালিয়ে আটক দুজনকে ছিনিয়ে নেয়। এ সময়ে তাদের ধারালো দায়ের কোপে মডেল থানার ওসি মোঃ  লিয়াকত ও পুলিশ সদস্য আব্দুল হামিদ ( ২৬) তানজির (২৫) ও ভিক্টর (২২) আহত হয়। এদের মধ্যে ওসি ছাড়া অন্য ৩ জনকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপদিকে বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারী শেখ আব্দুল ওয়াদুদ জানান রাতে পুলিশ জামায়াত নেতা রাহাতের বাড়িতে হানা দেয় । এ সময়ে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিমকে ধরে মারপিট শুরু করেলে গ্রামবাসিরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর আক্রমন চালায়। এ সময়ে স্থানীয় এসকেন্দার (২২) গুলিবিদ্ধ সহ ৬ জন আহত হয়। তিনি দাবী এ সময়ে পুলিশ মঞ্জুরুল হক রাহাতের বাড়িঘর ভাংচুর ও তার বিদ্ধ মা ও চাচাকে মারপিট করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top