সকল মেনু

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এরশাদসহ তিনটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রংপুর অফিস:  রংপুরে ৬টি সংসদীয় আসনের তিনটিতে একক প্রার্থী থাকায় তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদের মধ্যে রংপুর-৩ সদর আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি রয়েছেন জাসদের সাব্বির আহমেদ। তিনি পেয়েছেন মশাল প্রতীক। রংপুর-৪(পীরগাছা-কাউনিয়া ) আসনে জাতীয় পার্টির প্রার্থী করিম উদ্দিন ভরসা পেয়েছেন লাঙ্গন ও আওয়ামী লীগের টিপু মুনশি পেয়েছেন নৌকা প্রতীক। আর রংপুর-৬(পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন নৌকা প্রতীক। আর জাতীয় পার্টির প্রার্থী নুর আলম মিয়া যাদুকে দেওয়া হয়েছে লাঙ্গল প্রতীক। এছাড়া রংপুর-১ গঙ্গাচড়া আসনে জাতীয় পার্টির প্রার্থী মসিউর রহমান রাঙ্গা ছাড়া কোন প্রার্থী না থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এরআগে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ)আসনে আওয়ামী লীগের আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক এবং রংপুর-৫ মিঠাপুকুর আসনে আওয়ামী লীগের এইচএন আশিকুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হন। শনিবার সন্ধ্যা সোয়া ৭ টায় জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ এসব তথ্য জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top