সকল মেনু

খুলনায় লাঙ্গল পেলেন সুনীল শুভ রায় : অবাঞ্ছিত ঘোষণা

এম এইচ হোসেন, খুলনা থেকে : ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী  খুলনার প্রার্থীদের মাঝে শনিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। খুলনা ১ আসনে থাকা  জাতীয় পার্টির সুনীল শুভ রায় পেয়েছেন লাঙ্গল প্রতীক। অপরদিকে খুলনা জাতীয় পার্টির
দলীয় প্রধানের নির্দেশনা অমান্য করে প্রার্থী থাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ এ প্রতীক বরাদ্দ করেন। প্রতীক প্রাপ্তদের মধ্যে রয়েছেন : খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামীলীগ
মনোনীত প্রার্থী পঞ্চানন বিশ্বাস (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী  দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য ননী গোপাল মন্ডল (চাকা) এবং  জাতীয় পার্টির প্রেসিডিয়িাম সদস্য জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল  শুভ রায় (লাঙ্গল), খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামীলীগ মনোনীন প্রার্থী  মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (নৌকা) ও জাতীয় পার্টির (মঞ্জু) রাশিদা করিম (বাই সাইকেল), খুলনা-৩ (খালিশপুর- দৌলতপুর- খানজাহান
আলী) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিদায়ী মহাজোট সরকারের শ্রম ও  কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান (নৌকা), আওয়ামীলীগের  বিদ্রোহী খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান খোকন  (মোরগ) এবং স্বতন্ত্র প্রার্থী খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহিদা বেগম  (বালতি) প্রতীক পেয়েছেন। এছাড়া খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ও সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজা, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) ডুমুরিয়া  উপজেলা আওয়ামীলীগ সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুল হক একজন করে প্রার্থী  থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। অপরদিকে দলীয় প্রধানের সিদ্ধান্ত অমান্য করে খুলনা-১ আসনে প্রার্থীতা বহাল রাখায়  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করা  হয়েছে। শনিবার জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত এক প্রতিবাদ  সমাবেশে এ ঘোষণা দেয়া হয়েছে। একই সাথে তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে  লিখিত সুপারিশ করা হবে বলে জানানো হয়েছে। সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মুক্তির দাবিতে শনিবার দুপুরে মহানগরীর ডাকবাংলা মোড়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি শফিকুল  ইসলাম মধু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি  আব্দুল গফফার বিশ্বাস। বক্তৃতা করেন মোল্ল া মুজিবুর রহমান, মল্লি ক হাদিউজ্জামান,   শরীফ মো: শাহজাহান, শেখ সাদী, আবুল বাশার চিশতি, প্রিন্স হোসেন কালু, মাজহার জোয়াদ্দার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top