সকল মেনু

বিতর্ক প্রতিযোগিতা; কুড়িগ্রামে সরকারি মহিলা মহাবিদ্যালয় বিজয়ী

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ‘উৎপাদিত দ্রব্য নয়, দক্ষ জনশক্তি রপ্তানি দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত করার মূল  হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সপ্তাহ ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ৫টি কলেজ পর্যায়ের দল এতে অংশ নেয়। দলগুলো হলো- কুড়িগ্রাম মহিলা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ এবং নিলারাম স্কুল এন্ড কলেজ। শুক্রবার অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক অনুষ্ঠানে কুড়িগ্রাম মহিলা কলেজ কুড়িগ্রাম সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী দলের দলনেতা সানজিদা আফরোজ মীম সেরা বক্তা হিসেবে বিবেচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রা। সভাপতিত্ব করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর মহি উদ্দিন জাহাঙ্গীর। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ারেস আনসারী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, দুপ্রক সভাপতি সামিউল হক নান্টু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাদের সরদার। চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় কুড়িগ্রাম মহিলা কলেজের পক্ষে অংশ নেয় সানজিদা আফরোজ মীম, ইসরাত জাহান গ্রন্থি, ফারিহা সিদ্দিকা অনামিকা এবং কুড়িগ্রাম সরকারি কলেজের পক্ষে অংশ নেয় সাঈদ আহমেদ সৌরভ (দলনেতা), ফারজানা ইয়াসমীন মৌসুমী ও শক্তি রানী। বিজয়ীদের ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমীতে সন্ধ্যায় পুরষ্কার বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top