সকল মেনু

নড়াইল-১ আসনে মুক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

ফরহাদ, নড়াইল: দশম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) দুই প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান পেয়েছেন নৌকা প্রতীক এবং নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস পেয়েছেন কলস প্রতীক। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল গাফফার খান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন বিশ্বাসের সমর্থকেরা শহরে আনন্দ মিছিল করেন। এদিকে, নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা ও সদরের একাংশ) চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রত্যাহারের শেষদিনে তিনপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবিরুল হক মুক্তি বেসরকারি ভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top