সকল মেনু

দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উদ্যাপন

 দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা পরিষদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,বিভিন্ন রাজনৈতিক সংগঠন,প্রেসক্লাব ও এনজিও সমন্বয় পরিষদ আয়োজিত শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সকাল ১০টায় বিরিশিরি বধ্যভুমিতে বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে উপজেলা পরিষদ, সুশীল সমাজ ও সকল পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পন ও র‌্যালী শেষে বধ্যভুমি  প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকজ্ঞি,সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃদিবালোক সিংহ,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ্ হক,মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী রুহুল আমিন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার,ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসাইন, আওয়ামী লীগ নেতা উসমান গণি তালুকদার, এমদাদ হোসেন খাঁন,সুজন সভাপতি অজয় সাহা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। উল্লে খ্য যে,গত ২০০৮ সালে মুক্তিযোদ্ধা সাইদুর রহমান আকজ্ঞি (দুদু মিয়া) বধ্যভুমির জন্য ৩ শতক ভুমি দান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top