সকল মেনু

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা; ভারতীয় ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান

 অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা, ১৪ ডিসেম্বর: বাংলাদেশে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতীয় ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান। একই সঙ্গে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য-প্রযুক্তি, পর্যটন, কৃষি ও কৃষিজাত পণ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতায় অনুষ্ঠিত ১২তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে যোগদান করে সবুর খান এ আহ্বান জানান। দি বেঙ্গল চেম্বার অব কমার্স এবং জি এস মার্কেটিং এসোসিয়েটস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।ঢাকা চেম্বারের সভাপতি বলেন, বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে বিজনেস টু বিজনেস (বিটুবি) আরও বেশি করে আয়োজন এবং দুদেশের চেম্বারগুলোর কার্যক্রম  জোরদার করতে হবে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পরিবহন ও ক্রীড়া মন্ত্রী, কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন। মেলায় বাংলাদেশের ব্যবসায়ীরা ৮৪টি স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করছেন বলে ডিসিসিআই সূত্রে জানা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top