সকল মেনু

খুলনায় শিবিরের নাশকতা ; গুলিতে কিশোর নিহত

এম এইচ হোসেন, খুলনা থেকে : শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে মহানগরীর নিরালায় বিক্ষুব্ধ শিবির কর্মীরা ব্যাপক নাশকতা চালিয়েছে। তারা পুলিশ ফাড়ি, আওয়ামীলীগের একটি কার্যালয়, ৪টি গাড়ি ও ৩টি দোকানে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার পর
পুলিশ পৌঁছালে সেখানে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। এতে নাঈম নামে এক কিশোর নিহত হয়। এ সময় আরও ২০ জন আহত হয়েছে। নগরীর নিরালা মোড় এলাকায় শিবির কর্মীরা নিরালা পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘাটায়। একই সময় ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ভাংচুর, ৩টি মোটর সাইকেল অগ্নিসংযোগ, ২টি দোকান ভাঙচুর, একটি কাভার্ট ভ্যানসহ ১৫টি
স্থাপনা ভাংচুর করে। এ ঘটনার পর নগরীর শেরে বাংলা রোডে অবস্থিত নির্বাচন অফিসে শিবির কর্মীরা ককটেল বিষ্ফোরণ এবং অন্তত ১৫টি ইজিবাইক ভাঙচুর করে। এর প্রতিবাদে যুবলীগের কর্মীরা মিছিল বের করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নাঈম (১৬) সহ ২০ জন আহত হয়। নাঈমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় মুহুমূহ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। র‌্যাব পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top