সকল মেনু

সদরপুরের পথে কাদের মোল্লার লাশবাহী অ্যাম্বুলেন্স

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১২ ডিসেম্বর: ফাঁসি কার্যকরের পর কাদের মোল্লার লাশবাহী অ্যাম্বুলেন্স তার জন্মস্থান ফরিদপুরের সদরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ১০ সদস্যের একটি স্বশস্ত্র দল কাদের মোল্লার লাশবাহী অ্যাম্বুলেন্সটির পাহারায় রয়েছে। কাদের মোল্লার লাশ নিয়ে  কারাগার থেকে দু’টি সাদা রঙের ও একটি নেভি ব্লু  রঙের অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি বের হয়ে সদর পুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত ১১টা ১৬ মিনিটে কাদের মোল্লার লাশবাহী এম্বুলেন্সটি কারাগারের গেইট অতিক্রম করে। সূত্র জানায় পথে কোনো এক জায়গা থেকে এই বহরের সাথে তার পরিবারের সদস্যরা যোগ দেবেন।ধর্মীয় আনুষ্ঠানাদি শেষে শুক্রবার সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে তার মায়ের কবরের পাশে কাদের মোল্লাকে দাফন করা হবে।এর আগে কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল জানিয়েছিলেন, বাবার ইচ্ছা ফরিদপুরে গ্রামের বাড়িতেই তার লাশ দাফন করা। ঢাকায় জানাজার সুযোগ দিলে ভালো হতো। কিন্তু আগেই পুলিশ থেকে জানিয়ে দেয়া হয়েছিল, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে না। তারাই ফরিদপুরে নিয়ে যাবে। এদিকে আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গা সার্কেলের (এসএসপি) শামসুল হক জানিয়েছেন, ‘আমরা সদরপুর এলাকায় সতর্ক দৃষ্টি রেখেছি । অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top