সকল মেনু

অবরোধের কারণে পঞ্চগড়ে পত্রিকা পড়তে পারেনি কোন পাঠক

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি :  সারাদেশে হরতাল অবরোধের কারণে বুধবার পঞ্চগড়ে পত্রিকা পড়তে পারেনি কোন পাঠক। অন্যদিকে কাদের মোল্লা’র ফাঁসির সংবাদসহ দেশের রাজনৈতিক খবরাখবরের জন্য পঞ্চগড়ে পাঠকেরা পত্রিকার জন্য অপেক্ষা করছিল। কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধকারীরা গাছ কেটে ফেলে রাখায় পত্রিকা, এ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ ও শিশু খাদ্য সরবরাহকারী ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে জেলার অসংখ্য পাঠক পত্রিকা না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন। কিছুদিন আগে এমনি এক ঘটনা ঘটেছে। এর কারণে জেলার অনেক পাঠক তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পঞ্চগড় জেলার কিছু পত্রিকা পাঠকের সাথে কথা বলে জানাযায়, পত্রিকা, এ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ ও শিশু খাদ্য সরবরাহকারী যানবাহন চলাচল বন্ধ রাখা মোটেই ঠিক নয়। এর ফলে পাঠকরা দেশ ও দশের খবর প্রাপ্তি থেকে বঞ্চিত থাকছে। এবং দেশ ও দেশের খবর খবর প্রাপ্তি থেকে বঞ্চিত কারণে ভবিষ্যতে মানুষের প্রতি অমানবিক আচরণ করা হতেপারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top