সকল মেনু

কৃষকদের প্রবেশাধীকার বিষয়ক গণ শুনানি

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  কুড়িগ্রামে কৃষি সেবায় কৃষকদের প্রবেশাধীকার বিষয়ক জেলা পর্যায়ের গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খামারবাড়ী মিলনায়তনে জীবিকা ফুট সিকিউরিটি গভর্নেন্স প্রকল্প এ শুনানির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ বিভাগ কুড়িগ্রামের উপ-পরিচালক প্রতিপ কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ডঃ জিল্লুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর সামাদ মিয়া, জেলা প্রশিক্ষন কর্মকর্তা মকবুল হোসেন, শস্য উৎপাদন কর্মকর্তা বিধূ ভূষণ রায়, উদ্যান তত্ব বিশেষজ্ঞ মোঃ আব্দুল মতিন, উদ্ভিদ সংরক্ষন বিশেষজ্ঞ ডঃ মোঃ আফছার আলী, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মজনুর রহমান, জীবিকার পরিচালক মানিক চৌধূরী, প্রকল্প কর্মকর্তা পাপন কুমার সরকার প্রমূখ। এ শুনানিতে কৃষক প্রতিনিধিদের কৃষি, মৎস্য ও পশু সম্পদ উন্নয়নে সরকারী সেবা প্রাপ্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তরদেন বিভিন্ন সেক্টরের কৃষি বিশেষজ্ঞ গণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top