সকল মেনু

সায়েদাবাদে বাসে আগুন

বিরোধী দলের তৃতীয় দফা অবরোধের শেষ দিনে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে টার্মিনালের ভিতরের দিকে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম বলেন, টার্মিনালের এক কোনায় রাখা বাসটিতে কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 অগ্নিসংযোগের পর আশপাশের লোকজনই তা নিভিয়ে ফেলে। আগুনে বাসটির একটি বড় অংশ পুড়ে গেছে।

বাসের চালকের সহকারী মোশাররফ সাংবাদিকদের বলেন, “সকালে বাস থেকে বাইরে বেরিয়ে কিছুক্ষণ পরে এসে দেখি বাসটি জ্বলছে। পরে বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলি।” বাসটি টার্মিনালের ভিতরে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি।

এর আগে গত ৫ ডিসেম্বর সকালে জনপথ মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে অবরোধকারী পেট্রোল বোমা ছুড়লে দগ্ধ হয়ে মারা যান বাসে ঘুমিয়ে ঘুমিয়ে থাকা কিশোর হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top