সকল মেনু

এসএমএস শনাক্তে বিটিআরসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১১ ডিসেম্বর : বিশেষ বার্তা-সংবলিত এসএমএস প্রেরণকারীদের শনাক্ত করার জন্য অপারেটরদের পাঁচটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার বিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার ফাঁসি নিয়ে গত দুই দিন ধরে গ্রাহকদের মুঠোফোনে এসএমএস পাঠায় অজ্ঞাত প্রেরকরা। যেখানে লেখা আছে এ ফাঁসি কার্যকর হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। এ প্রসঙ্গে বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মোবাইল ফোন গ্রাহকদের কাছে বিগত কয়েক দিন যেসব এসএমএস পাঠানো হচ্ছে, তা মূলত দেশের বাইরে থেকেই আসছে। দেশের মধ্যে থেকে পাঠানো হলে তা শনাক্ত করা যেত।

বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, মূলত কোন স্থান থেকে এসব এসএমএস আসছে এবং কারা পাঠাচ্ছে তা শনাক্ত করার জন্য এ নির্দেশনা দিয়েছে বিটিআরসি। তবে নিরাপত্তার কারণে নির্দেশনা পাঁচটি জানাননি কমিশনের চেয়ারম্যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top