সকল মেনু

রাবিতে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিবেদক  রাবি, ১১ ডিসেম্বর: রাজশাহীর ইতিহাস চর্চা কেন্দ্রের  উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী “সিঞ্চিত সুধা ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ৩টায় বাংলাদেশ ইতিহাস আরকাইভস বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলাতে  এ আলোচনা সভা হয়। প্রফেসর ড.মাহবুবর রহমানের  সভাপতিত্বে ও ইতিহাস চর্চা কেন্দ্রর আহ্বায়ক মো.গোলাম সারওয়ার এর পরিচালনায় সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, রাবির ফোকলোর বিভাগের শিক্ষক ড.রওশন জাহিদ ।

সভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পর  প্রশ্ন-উত্তর পর্বে আয়োজন করা হয়।
আলোনা সভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত  ছিলেন রাবির পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ নাসের, বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর সুজিত সরকার প্রমুখ।

এ সমায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top