সকল মেনু

কাদের মোল্লার ফাঁসি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,হটনিউজ24বিডি.কম,  ঢাকা :  জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দন্ডাদেশের রিভিউ আবেদন এবং মৃত্যু পরোয়ানার কার্যকারিতা স্থগিত রাখার শুনানি ১ ঘণ্টা মুলতবি করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কার্যকরে কোনো পদক্ষেপ না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল  হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দিয়েছেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

বুধবার সকাল ১০টার দিকে আদালত কাদের মোল্লার রিভিউ আবেদনের ওপর শুনানি শুরু করেন।

শুনানিতে কাদের মোল্লার পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন। কিছু সময় শুনানি গ্রহণের পর আদালত বেলা সাড়ে ১১টা শুনানি মুলতবি করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top