সকল মেনু

আদালতের রায়ে ফাঁসি কার্যকর স্থগিত করল কারা কর্তৃপক্ষ

  হটনিউজ  প্রতিবেদক,ঢাকা, (১১ ডিসেম্বর ) :  চেম্বার জজ আদালতের রায়ে মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা স্থগিত করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার রাত ১২টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী কারাফটকে সাংবাদিকদের এ কথা জানান। রাত ১২টা ১ মিনিটে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হবার কথা ছিল।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তার ফাঁসির দন্ডাদেশ কার্যকর স্থগিত করেন সুপ্রিম কোটের্র চেম্বার জজ আদালত। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

চেম্বার জজ আদালতের এ আদেশনামা নিয়ে রাত পৌনে ১১টায় কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃতাধীন আব্দুল কাদের মোল্লার আইনজীবীরা।

মঙ্গলবার রাত সোয়া ১০টায় শুনানি শেষে আব্দুল কাদের মোল্লার আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে আব্দুল কাদের মোল্লার আদেশ কার্যকর করার যে কথা ছিলো চেম্বার জজের আদেশে তা বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত হয়ে গেল। ওই দিন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

রাত সোয়া ৮টার দিকে এ জামায়াত নেতার ফাঁসির রায় স্থগিত করতে তার আইনজীবীরা সুপ্রিম কোর্টের চেম্বার জজের বাসায় যান।

কাদের মোল্লার পক্ষে রিভিউ ও মৃত্যু দন্ডাদেশ স্থগিতের শুনানিতে অংশ নেন- এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এডভোকেট তাজুল ইসলাম।

এর আগে সিনিয়র জেল সুপার ফরমান আলী মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জানান, রাত ১২টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে।

এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও সন্ধ্যায় তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে একই কথা জানিয়েছিলেন।

প্রসঙ্গত, রবিবার কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিনই এ মৃত্যু পরোয়ানার কপি (ডেথ ওয়ারেন্ট) লাল কাপড়ে মুড়িয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার আপিল বিভাগ থেকে জামায়াত নেতা কাদের মোল্লাকে দেয়া মৃত্যুদন্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এ পূর্ণাঙ্গ রায় ৭৯০ পৃষ্ঠার।

পূর্ণাঙ্গ রায়ে মৃত্যুদন্ডকেই কাদের মোল্লার জন্য একমাত্র যথার্থ শাস্তি’ হিসেবে উল্লেখ করে সুপ্রিম কোর্ট।

১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি আপিলের প্রথম রায়।

এর আগে ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top