সকল মেনু

রিভিউ করতে ১৫ মিনিট থেকে চার দিন লাগতে পারে- ব্যারিস্টার আনিসুল হক

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১১ ডিসেম্বর:  কাদের মোল্লার ফাঁসি কার্যকর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে রায় রিভিউ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতির নেতৃত্বে আজ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। কিন্তু প্রশ্ন হল, রিভিউ করতে কত সময় বা কত দিন লাগবে? এর উত্তর দিয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আনিসুল হক। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে একাত্তর টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, রিভিউ শুনানির জন্য ন্যূনতম ১৫ মিনিট এবং সর্বোচ্চ চার দিন লাগতে পারে। এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান তার বাসভবনে সাংবাদিকদের জানান, ফাঁসি স্থগিতের আদেশের ব্যাপারে তারা কিছুই জানতে না। তবে আজ তারা আদালতে যাবেন এবং শুনানিতে অংশ নেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top