সকল মেনু

পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয় অস্ত্র উদ্ধার

 মো.নুরুন্নবী বাবু.দিনাজপুর প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০১৩:   মঙ্গলবার  দুপুর ১২টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের ধান ক্ষেত থেকে থানা পুলিশ পরিত্যক্ত গুলিবিহীন অবস্থায় দুটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে। ৭নং পলিপ্রায়গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সকালে শ্রী মতি মাইকো মার্ডি (৪৫), শ্রী মতি সমনি মার্ডি (৫৫) ও খুকু মনি সরেন (৩৫) চন্ডীপুর গ্রামের হোসেন আলীর জমিতে ধান কাটছিলো। এসময় ওই তিন জন ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় গুলিবিহীন ১টি বিদেশী পিস্তল ও ১টি দেশীয় শুটার গান দেখতে পায়। পরে তাঁরা স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেয়। গ্রাম পুলিশ ইউপি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান থানায় খবর দেয়। বিরামপুর থানার এসআই মোঃ বজলুর রশিদ জানান, চন্ডীপুর গ্রামের হোসেনের জমিতে আদিবাসীরা ধান কাটতে গিয়ে আগ্নেয় অস্ত্র দুটি দেখতে পেয়ে থানায় খবর দিলে সর্ঙ্গীয় ফোর্সসহ ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল ও ১টি দেশীয় শুটার গান উদ্ধার করা হয়। এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রেজাউল করিম আগ্নেয়অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সম্ভত ডকাতেরা অথবা চোরাকারবারীরা লুকায়ে রাখছিল পরে হয়তো খুঁজে পায়নি। এঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top