সকল মেনু

রাইজিংবিডিতে তারকা ক্রিকেটারদের আড্ডা

 স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ১০ ডিসেম্বর:  রাইজিংবিডি ডটকমের কার্যালয়ে আড্ডায় বসলেন ক্রিকেটের তিন তারকা- মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শরীফ ও তরুণ পেসার তাসকিন আহমেদ তাজিম।  মঙ্গলবার দুপুর ১২টায় এই অনলাইন নিউজপোর্টালটির কার্যালয়ে এলে সম্পাদক উদয় হাকিম তাদের স্বাগত জানান।  ঘণ্টাব্যাপী আড্ডায় তাদের সঙ্গে ছিলেন- রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক এস এম জাহিদ হাসান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মিলটন আহমেদ ও স্পোর্টস রিপোর্টার ইয়াসিন হাসান। আলোচনায় উঠে আসে দেশ-বিদেশের ক্রিকেটের নানা বিষয়। আড্ডার শুরুতেই ছিল টি-২০ বিশ্বকাপ। বেশ আশাবাদী হয়েই মোশাররফ হোসেন রুবেল বললেন, বাংলাদেশ অবশ্যই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ হলেও ওদের হারানোর সামর্থ্য আছে আমাদের। যেভাবে মুশফিকরা পারফর্ম করছেন, তাতে শতভাগ সাফল্য আশা করছি।’

একই সুরেই বলছিলেন পেসার মোহম্মদ শরীফও। তার ভাষায়, ‘আফগানিস্তানকে খাটো করে দেখার কিছু নেই। নেপাল ও হংকংকেও না। আফগানিস্তানের কিছু খেলোয়াড় ভালো খেলছেন। আমাদের উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা আছে ওদের। সব কথার শেষ কথা হলো-দ্বিতীয় রাউন্ডে জায়গা পেতে হলে সবগুলো ম্যাচে জয় পেতে হবে আমাদের। আমরা আশাবাদী।’

তরুণ পেসার তাসকিন বলেন, ‘বাংলাদেশ এখন সেরা সময় পার করছে। সবাই ফর্মে। জাতীয় দলে জায়গা পাবার সুযোগ ফিফটি-ফিফটি। আশা করছি, বাংলাদেশ খুব ভালো খেলেই দ্বিতীয় রাউন্ডে জায়গা করবে।’

আড্ডায় প্রসঙ্গ উঠে ওয়েষ্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের চলে যাবার বিষয়টিও।

মোহাম্মদ শরীফ বলেন, অন্তত ক্রিকেটকে উপলক্ষ করে রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা ছিল রাজনৈতিক নেতাদের। এবারও তাই হতো। টিম হোটেলের সামনে ককটেল বিস্ফোরিত হওয়ায় খেলোয়াড়রা আতংকিত হয়ে পড়েন। তবে বিষয়টিকে এতো বড় করে না দেখলেও হতো। কারণ ওদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।’

রুবেল বলেন, ‘আসলে ওরা চলে কেন তা বুঝতে পারছি না। আর একটা-দুইটা ককটেল তো প্রতিদিনই বিস্ফোরিত হয়।’

তবে তাসকিন অনেকটা রসিকতা করেই বললেন, ‘আসলে প্রথম ম্যাচ হেরে ভয়ে পালিয়ে যাচ্ছে। ওদের মাটিতে সিরিজ জয়ের পর এসেছিল প্রতিশোধ নিতে। কিন্তু, প্রতিশোধের বদলে প্রথম ম্যাচেই হেরে বসে তারা।

আড্ডার পর কুশলবিনিময় শেষে রাইজিংবিডি ছাড়েন অতিথিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top