সকল মেনু

তারানকো প্রস্থান সাঈদা পাধারীয়ে

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১০ ডিসেম্বর:  আগামীকাল বুধবার জাতি সংঘের সদর দপ্তর নিউইয়র্ক ফিরে যাচ্ছেন বান কি মুনের প্রতিনিধি অস্কার ফার্নান্দেজ তারানকো। একইদিন দু’দিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাজ্য সরকারের সিনিয়র ফরেন অফিস মিনিস্টার ব্যারনেস সাঈদা ওয়ার্সি। চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে ওয়ার্সি দু’দিনের সফরে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াসহ কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গছে। বৃটিশমন্ত্রী ওয়ার্সি ১২ ডিসেম্বর গণমাধ্যমকর্মীদের সাথে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলন করবেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।

সূত্র মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্যান্য প্রভাবশালী দেশের মত বৃটিশ সরকরও উদ্বিগ্ন। এজন্যে একটি সমাধান সূত্র বের করতে ওয়ার্সির এই সফর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top