সকল মেনু

আবার অনশনে আন্না হাজারে

 বিণয় সিকদার,কলকাতা প্রতিনিধি,৯ডিসেম্বর: ভারতের সংসদে দুর্নীতি বিরোধী জন লোকপাল বিল পাস করার দাবিতে আবার অনশনে বসতে চলেছেন প্রবীণ গান্ধীবাদী সমাজসেবী আন্না হাজারে। আগামীকাল মঙ্গলবার থেকে নিজের পৈত্রিক গ্রাম মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিও যাদববাবা মন্দিরে অনির্দিষ্টকালীন অনশনে বসছেন আন্না। অনশনের সমর্থনে সোমবার নিজের ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন, ‘অনশন ছাড়া দেশের সাধারণ মানুষ ও আমার সামনে আর কোনো দ্বিতীয় বিকল্প নেই’। এই বিল নিয়ে দেশের জনগণের সাথে ইউপিএ সরকার প্রতারণা করেছে বলে তার অভিযোগ। দুর্নীতি বিরোধী বিলপ্রণয়নে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে এদিন আন্না বলেন, গত এক বছর ধরেই রাজ্যসভায় আটকে রয়েছে লোকপাল বিল। তার অভিযোগ, একমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এই বিলটি পাশ হচ্ছে না। আন্না এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে একহাত নিয়ে বলেন, এই বিলের দাবিতে এর আগেও আমি অনশনে বসেছিলাম, সে সময় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী চিঠি লিখে আমাকে অনশন ভঙ্গের অনুরোধ জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার এই বিলটি সংসদে পাশ করতে বদ্ধপরিকর, সোনিয়ার সেই আশ্বাস পেয়ে আমি অনশন প্রত্যাহার করেছিলাম, কিন্তু এই ইউপিএ সরকার তার প্রতিশ্রুতি রাখেনি। আন্না বলেন, গত ৫ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনেই লোকপাল বিলটি কার্যকর করে কেন্দ্রীয় সরকার সাহসিকতার পরিচয় দিক। বিলটি সংসদে পাশ না হওয়া পর্যন্ত তার এই অনশন চলবে বলেও জানিয়ে দেন আন্না হাজারে। উল্লেখ্য, সংসদে জনলোকপাল বিল পাশের দাবিতে গত দুই বছর আন্দোলন চালিয়ে আসছেন আন্না এমনকি বেশ কয়েকবার অনশন করেন প্রবীণ এই গান্ধীবাদী নেতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top