সকল মেনু

বিএনপি নেতাদের জামিন আবেদন নাকচ

 আদালত প্রতিবেদক:  বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য  আ স ম হান্নান শাহ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে ১০ কার্য দিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করা হয়েছে।  ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর উভয় পক্ষের শুনানী শেষে এই আদেশ দেন। এর আগে রাজধানীর মতিঝিল থানার পৃথক দুটি ও পল্টন থানার একটি মামলায় রিজভীকে ১০ দিন করে ৩০ দিন, হান্নান শাহ ও বেলালকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তারা। এসময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জমিনের আবেদন করেন। গত ২৫ নভেম্বর রাজধানীর গুলশান এলাকায় জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করা হয়। আর ৩০ নভেম্বর রুহুল কবির রিজভী ও  বেলালকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top