সকল মেনু

জামায়াতের হরতাল ও তৃতীয়দিনের অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৯ ডিসেম্বর : ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয়দিনের অবরোধ ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে সোমবার সকাল ৬টা থেকে।

এর আগে শনি ও রোববার ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে অবরোধ পালন করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। সেই সঙ্গে জামায়াতের নেতাকর্মীরা হরতালের আগের দিন রোববার রাজধানীর বিভিন্নস্থানে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

সরকারের পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

অন্যদিকে, বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অজ্ঞাতস্থান থেকে তফসিল বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে এ অবরোধের ডাক দেন।

অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top