সকল মেনু

পঞ্চগড়ে সীমান্তে কৃষকের বাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ

 ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের টিয়াপাড়া গ্রামের বাংলাদেশী কৃষক আসাদুল্লাহর বাড়ী ঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে বিএসএফ বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার  সকালে ভারতীয় টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের টিয়াপাড়া গ্রামে প্রবেশ করে এ ঘটনা  ঘটায়। এলাকাবাসি সূত্রে জানা গেছে, ওই সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ২ সাব পিলার এলাকা দিয়ে ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের ১০-১৫ জন সদস্য বাংলাদেশী টিয়াপাড়া এলাকায় প্রবেশ করে এরপর তারা ওই গ্রামের কৃষক আসাদুল্লাহর বাড়িঘর ভেঙ্গে ফেলে পরে তাতে অগ্নিসংযোগ করে যাওয়ার সময় বিএসএফ এর এক সদস্য মাথার টুপি ঘটনাস্থলে ফেলে যায়। এসময় আসাদুল্লাহ  বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যায়। আসাদুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় বসবাস করে আসছে। খবর পেয়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক, উপ-অধিনায়ক মেজর এ কে এম শামীম রেজা, মেজর অফর্স এটএম নাজমুল হুদাসহ বিজিবি’র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজিবির অপারেশনাল অফিসার মেজর এটিএম নাজমুল হুদা জানান ,বিজিবির পক্ষে প্রতিবাদ জানিয়ে বিএসএফের সাথে কথা বলা হলে তারা জানান ওই সীমান্তের বাংলাদেশী এলাকায় নোমেন্সলেন পর্যন্ত আসার কথা শিকার করেন এবং নতুন করে ঘর নির্মান না করার জন্য বলাহলে ওই বাড়ীর লোকজন উত্তেজিত হয়ে উঠে। তাৎক্ষণিক আমরা ওই স্থান ছেড়ে চলে   যাই। তবে বিজিবির পক্ষে আসল ঘটনা উৎঘাটন করা যায়নি। বাড়ীর মালিক ও বিএসএফ উভয় পক্ষ অগ্নিসংযোগের ঘটনা দায় শিকার না করায় বিজিবি’র ঘাগড়া বিওপির সদস্যরা এই সীমান্তে টহল জোরদার করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top