সকল মেনু

মন্ত্রিপরিষদের বৈঠকে যাচ্ছে না জাপা-রুহল আমিন হাওলাদার

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৮ ডিসেম্বর:  নির্বাচনকালীন সরকারের মন্ত্রিপরিষদের বৈঠক আগামীকাল সোমবার। কিন্তু জাতীয় পার্টি (জাপা) অংশ নিচ্ছে না এই বৈঠকে। জানালেন দলটির মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার। রোববার রাত সোয়া নয়টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য আমাকে পাঠিয়েছেন। রোববার রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

জানা গেছে, চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং নির্বাচনকালীন সরকার থেকে জাতীয় পার্টির মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top