সকল মেনু

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান- প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ৮ ডিসেম্বর: বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হলো। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রাস্ট্রপতির সঙ্গে দেখা করতে আজ রোববার সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ করে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবন থেকে বের হন প্রধানমন্ত্রী। এখান থেকে বেরিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে তিনি চিকিৎসাধীন বেবী মওদুদকে দেখতে যাবেন। দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সফর চলছে। এর মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ।   গত শুক্রবার চার দিনের সফরে আসেন তারানকো। গতকাল শনিবার প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। আজ রোববার তিনি বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও। নির্বাচন কমিশনের বৈঠক শেষে গওহর রিজভীর সঙ্গে বৈঠক করেন তারানকো।

উল্লেখ্য, সিঙ্গাপুরে মেডিকেল চেকআপ শেষে গত শুক্রবার দেশে ফেরেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top