সকল মেনু

রাজধানীতে অবরোধে বাসে আগুন

 হটনিউজ প্রতিবেদক,৮ডিসেম্বর,ঢাকা:  রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ ও ঢাকা মহানগরে সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে আজ রবিবার ভোর ছয়টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর-চিটাগং রোডে চলাচলকারী বাসটি মাতুয়াইল মাতৃসদনের সামনের সড়কে থেমে ছিল। এসময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। বাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

একই সময়ে একই এলাকায় কয়েকজন যুবক তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

পুলিশের ওয়ারি বিভাগের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম উভয় ঘটনার জন্য জামায়াত-শিবিরের কর্মীদের দায়ী করেছেন।

অবরোধ ও হরতালে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোনো বাস যাওয়া-আসা করছে না।

রাজধানীর সব সড়কে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা কম। অবশ্য সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top