সকল মেনু

রূপদিয়ায় বিজিবি’র সাথে অবরোধকারীদের সংঘর্ষ

 রিপন হোসেন, যশোর থেকে: শনিবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় সড়ক  অবরোধকারীদের সাথে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা  ঘটেছে। এসময় বিজিবি সদস্যরা প্রায় অর্ধশত রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। তবে গুলিতে কেউ হতাহত না হলেও বিজিবি সদস্যদের লাঠিচার্জে জামায়াত-শিবিরের ৪ কর্মী আহত হয়েছেন। অবরোধকারীদের অভিযোগ, বিনা উস্কানিতে বিজিবি সদস্যরা তাদের উপর গুলি চালায় ও লাঠিপেটা করে। ঘটনার পর ১৮ দলের শত শত নেতা-কর্মী রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। তবে যশোর ২৬ বিজিবি’র সিও কর্ণেল মতিউর রহমান জানান, বিজিবির  দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুর  রহমান খুলনা থেকে যশোর আসছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে  রূপদিয়ায় অবরোধকারীরা তার গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে  ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় বিজিবি সদস্যরা  কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। খবর পেয়ে বিকেলেই যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনাস্থলে যান। সেখান থেকে তিনি জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে  রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top