সকল মেনু

সাংবাদিক শেখ লাবণ্যের চিকিৎসার ব্যয় বহনে প্রধানমন্ত্রীর আহ্বান

আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম,৭ডিসেম্বর,ঢাকা:  বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত সাংবাদিক শেখ লাভলী হক লাবণ্যের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন। এক্ষেত্রে তারা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্থক্ষেপ  করেছেন। পাশাপাশি বেপরোয়া গাড়ি চালনা প্রতিরোধে
একটি কঠোর আইন করতে সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা।  আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাব-এডিটরস  কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত মানববল্পব্দনে তারা এ আহ্বান জানান। শুত্রক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত হন বাংলাটাইমস টুয়েন্টিফোরের সিনিয়র সাব-এডিটর শেখ লাবণ্য। লাবণ্যকে বিআরটিসির হেলপার ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে তার পায়ের গোড়ালি ভেঙে গেছে। তিনি কোমরেও আঘাত পেয়েছেন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন লাবন্যের  ইতোমধ্যে দু’দফা অস্ত্রোপচার করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক লাবণ্যকে বিআরটিসির হেলপার ধাক্কা মেরে ফেলে দিয়ে যে অপরাধ করেছে তা মেনে নেওয়া যায় না। তিনি গুরুতর আহত হয়ে বেঁচে আছেন বটে, তবে এর চেয়ে আরো খারাপ কিছু ঘটতে পারতো। তারা বিআরটিসির বাসের চালক ও হেলপারের কঠোর শাস্তি দাবি করেন। একই সঙ্গে বিআরটিসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। ডিএসইসি সভাপতি এনায়েত ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিঞার পরিচালনায় মানববন্ধন কালীন সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ. বর্তমান মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাংবাদিক নেতা শফিকুর রহমান, বিএফইউজের যুগ্ম-মহাসচিব
সাইফুল ইসলাম তালুকদার, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, ডিইউজে সহ-সভাপতি তরুণ তপন চত্রক্রবর্তী, ডিএসইসি সাবেক ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক সাধারণ স¤ক্সাদক আবুল কালাম আজাদ, ডিএসইসি কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ নবীন, কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক, আলোকিত বাংলাদেশের যুগ্ম সম্পাদক মনোয়ার সুজন, ইত্তেফাকের সিনিয়র সাব-এডিটর আশরাফুল ইসলাম, বাসসের সিনিয়র সাব-এডিটর নুরে জান্নাত সীমা, ইন্ডিপেনডেন্ট পত্রিকার সিনিয়র সাব-এডিটর নাছিমা আক্তার সোমা প্রমুখ। ডিএসইসি সভাপতি লাবণ্যের চিকিৎসায় এগিয়ে আসতে বিআরটিসি কর্তৃপক্ষকে তিনদিনের সময় বেঁধে দেন। অন্যথায় বিআরটিসির কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দেন। কর্মসূচি শেষে ঘাতক বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করেন সংগঠনের সাধারণ সসম্পাদক মো, শাহজাহান মিঞা। মামলা নং-১০ (১২) ১৩।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top