সকল মেনু

অতিরিক্ত মেদ স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৭ ডিসেম্বর:  মেয়েদের শরীরের অতিরিক্ত মেদ স্তন ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ। সম্প্রতি গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। তবে পূর্ণবয়স্ক নারীদের জন্য এই ঝুঁকির পরিমাণ বেশি। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোগ্রামের একটি গবেষণায় এমন তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষক দলের অন্যতম সদস্য সান্দ্রা হাসলাম বলেন, ‘এটা পরিস্কার, যাদের শারীরিকভাবে ওজন বেশি তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। স্তন ক্যান্সারের জীবাণু তাদের শরীরে দ্রুত বাড়তে থাকে আর সেলগুলোর পরিবর্তন হতে থাকে।’

গবেষনার সহপ্রধান রিচার্ড সিজওয়ার্টস বলেন, ‘এই গবেষণা শুধু তাদের উপর করা হয়নি যাদের ওজন বেশি বরং তাদের উপর করা হয়েছে যাদের ওজন অত্যাধিক বেশি। ফলে যাদের ওজন বেশি তাদের এখনই এ বিষয়ে সাবধান হওয়া উচিত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top