সকল মেনু

খুলনায় ৬ বোমাসহ ৮জন গ্রেফতার ; প্রতিবাদে শনিবার ফুলতলায় হরতাল

 এম এইচ হোসেন, খুলনা থেকে:  শক্তিশালী ৬টি হাতবোমাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা ফুলতলা উপজেলার বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করছিল বলে খুলনা গোয়েন্দা পুলিশ দাবি করছে।শুক্রবার বেলা ১২টায় খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মো: গোলাম রউফ খান তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ধৃতরা সকলেই বিএনপি-জামায়াত কর্মী। ৩ ডিসেম্বর যুিগ্নপাশা এলাকায় রেললাইনের ফিস প্লেট খুলে ৬টি বগি লাইনচ্যুত করার ঘটনায় এরাই জড়িত। এদিকে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে শনিবার ফুলতলা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের আহবান করা হয়েছে। শুক্রবার ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ গাউসুল আযম হাদী ও সেক্রেটারি আব্দুল আলিম মোল্লা এক বিবৃতিতে এ হরতালের ডাক দিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে : মো: শাহজাহান শেখ (৩০), ফকির মো: মামুন (২৭), আজাদ শেখ (২৪), বিনে আমিন (২৮) ও শামীম শেখ (৪১) এবং হুসাইন আহমেদ (২৬), নাজমুল গোলদার (২৪) ও কামরুজ্জামান মোল্লা (৫৫)। এ সময় আরও ১০/১২জন পালিয়ে যায়। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা ডিবি পুলিশ ফুলতলা উপজেলার বুড়িয়ারডাঙ্গা গ্রামে ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর ইব্রাহিম মেম্বরের বাড়ীতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায়। সেখানে বৈঠক করাকালে ৬টি বোমাসহ বিএনপি জামায়াতের ৮ কর্মীকে গ্রেফতার করা হয়। বৈঠকে ফুলতলার বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করছিল। এ ঘটনায় শুক্রবার ফুলতলা থানায় মামলা হয়েছে। তিনি বলেন, ৩ ডিসেম্বর অবরোধে ৫২ জনের একটি টিম রেললাইনে নাশকতা এবং ৪৫জনের একটি টিম গাছ কাটার দায়িত্ব পালন করছেন। আটক ফকির মো: মামুন জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় ৬ বছরের সাজাভোগ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top