সকল মেনু

কুকুরের কামড়ে বার্ষিক পরীক্ষা দিতে পারলোনা জাহিদ হাসান

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: কুকুরের কামড়ে  বার্ষিক পরীক্ষা দিতে পারেনি পঞ্চগড় সদর উপজেলার কেকুপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র মোঃ জাহিদ হাসান (৮)। আহত জাহিদ চাকলা ইউনিয়নের কেকুপাড়া গ্রামের মোঃ সায়দার রহমানের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ই নভেম্বর সহপাঠিদের সাথে স্কুল যাওয়ার পথে কুকুরের কামড়ের শিকার হয় জাহিদ। একটি পাগলা  কুকুর হঠাৎ তেড়ে এসে জাহিদকে কামড়ে ধরে। এ সময় জাহিদ পড়ে গেলে কুকুর তার লিঙ্গে কামড় দিয়ে মাংস ছিড়ে নেয়। সহপাঠিদের চিৎকারে তার পরিবারের লোকজন দ্রুত এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গত ১৬ দিন থেকে জাহিদ হাসপাতালের বেডে চিকিৎসাধীন আছে। তাই চলমান বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। তার স্কুলের শিক্ষিকাগণ
তাকে দেখতে সদর হাসপাতালে আসেন এবং বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়ার আশ্বাস দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top