সকল মেনু

জ্বালানি তেলের অভাবে সেচ বন্ধ

 জেলা প্রতিবেদক,ঠাকুরগাঁও, ৬ ডিসেম্বর:  জ্বালানি তেলের অভাবে ঠাকুরগাঁওয়ে বোরো বীজতলা ও গমখেতে সেচ দিতে পারছেন না কৃষকরা। গত কয়েক দিন ধরে জেলার সব কটি পেট্রোলপাম্পে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সদর উপজেলার নারগুনের জয়নাল আবেদীন গমখেতে সেচ দেওয়ার জন্য শহরের বাস টার্মিনালে একটি পাম্পে ডিজেল নিতে এসে খালি হাতে ফিরেছেন। তার মতো শত শত চাষি ডিজেলের অভাবে সেচ দিতে পারছেন  না।

চৌধুরী পাম্পের ব্যবস্থাপক আনিসুর জানান, চলমান অবরোধ হরতাল কর্মসূচির কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও দিনাজপুরের পার্বতীপুর ডিপো থেকে ট্যাংক-লরি না আসায় পেট্রল ও ডিজেলের সংকট দেখা দিয়েছে।

সহিংসতার আশঙ্কায় ডিপো থেকে জ্বালানি আনতে কেউ ঝুঁকি নিচ্ছে না। ফলে পাম্পগুলো পেট্রল-ডিজেলশূন্য হয়ে পড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top