সকল মেনু

ঝিনাইদহ শহরে পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  ঝিনাইদহ শহরে অবরোধকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের চাকলা পাড়ায়  ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কে অবরোধের স্বপক্ষে বিএনপি কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহীদ স্মৃতি বিদ্যাপিঠ স্কুলের কাছাকাছি পৌছালে পুলিশ বাঁধা দেয়। এসময় পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা জবাব দেয়। এক পার্যায়ে
অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে শহরের হামদহ পুলিশ লাইন এলাকায় ঝিনাইদহ-যশোর সড়ক অবরোধ করে ছাত্রদল অবস্থান নিয়ে অবরোধের স্বপক্ষে শ্লোগান দিতে থাকে। এসময় পুলিশ এগিয়ে আসলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। গতকাল পুলিশের উপর হামলার ঘটনায় আজ ভোর রাতে পুলিশ ৪ বিএনপি কর্মীকে আটক করেছে।
এঘটনার সত্যতা স্বীকার করেছে ঝিনাইদহ থানার ওসি কাজী জালাল উদ্দিন। অপরদিকে কোটচাঁদপুর পজেলায়ও অবরোধের সমর্থনে স্থানীয় বাসস্ট্যা- চত্বর থেকে সকাল ৯ টার দিকে পৌর মেয়র সালাহ উদ্দিন বুলবুল সিডলের
নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top