সকল মেনু

চুয়াডাঙ্গার দু’টি আসনে চারজনের মনোনয়নপত্র বাতিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৫.১২.১৩): দশম জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গার দু’টি আসনে আওয়ামীলীগের তিন বিদ্রোহী প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। জমা দেওয়া মনোনয়নপত্রে ত্রুটি এবং অন্যান্য
কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। চুয়াডাঙ্গার দুটি আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর
হোসেন জানান, মনোনয়নপত্রে ত্রুটি থাকাসহ বিভিন্ন কারণে চুয়াডাঙ্গা-১ আসনে যুবলীগ কেন্দ্রীয় কমিটির
প্রেসিডিয়াম সদস্য শামসুল আবেদিন খোকনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান ও মীর্জা শাহরিয়ার আহমেদ এবং জাতীয় পার্টির নেতা এস এম মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চুয়াডাঙ্গার দুটি আসন থেকে চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর বৈধ প্রার্থী হিসেবে থাকলেন চুয়াডাঙ্গা-১ আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জাসদ নেতা সবেদ আলী ও জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন। চুয়াডাঙ্গা-২ আসনের বৈধ প্রার্থীরা হলেন, জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির
চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ। জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন জানান, দলের প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশ অনুযায়ী তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেই তিনি তার মনোনয়ন প্রত্যাহার করবেন  বলে জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top