সকল মেনু

পঞ্চগড়ে মৃদূ ভূ-কম্পন

 ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি :  বুধবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিট ৫০ সেকেন্ডে মৃদূ ভূ-কম্পন
অনুভূত হয়। এই ভূ-কম্পন জেলা সহ এর আশপাশ এলাকায় ৫-৬ সেকেন্ড স্থায়ী ছিল। এলাকার সকলেই ভূ-কম্পনের কারণে আতঙ্কিত হয়ে পড়ে। জেলার তুলার ডাঙ্গা গ্রামের সালাম  উদ্দিন জানান, মোটর সাইকেলে পঞ্চগড় আসার সময়  হঠাৎ করে মাটি কেঁপে ওঠে। আরো বলেন, এই কম্পনের কারণে, মোটর সাইকেল নিয়ে খাদে পড়ে যাচ্ছিল। অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন মৃদূ-ভূকম্পনের কথা নিশ্চিত করে বলেন, অল্প সময় ভূ-কম্পন হয় আর এ ভূম্পন দীঘ স্থায়ী না থাকায় জেলার কোন প্রকার ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top