সকল মেনু

ভোলায় আধা বেলা হরতাল পালিত – আটক-৩

 ভোলা প্রতিনিধি:  বিএনপির দলীয় অফিসে পুলিশের হামলা, নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে ৪ ডিসেম্বর বুধবার ভোলায় অর্ধ দিসব হরতাল পালিত হয়েছে। হরতাল সফল করতে রাস্তায় টায়ারে আগুন, সড়ক অবরোধ, যানবাহন ভাংচুর এবং পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পিকেটিং করার সময় পুলিশ ৩ জনকে আটক করে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা বিএনপির ডাকা আধা বেলা হরতালকে সফল করতে শহরের খেয়াঘাট সড়কের চরনোয়াবাদ এলকায় রাস্তার উপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে পিকেটাররা। ওই সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পিকেটাররা ৭টি অটোরিক্সা, ১ ট্রাক ভাংচুর করে। এতে ৫ জন যাত্রী আহত হয়। পিকেটিং করার সময় ৩ জনকে আটক করে পুলিশ। এদিকে শহরের আলীনগর মাদ্রাসা বাজারে ১টি এবং ঘুইংগার হাট এলাকয় ৫টি অটো-রিক্সা ভাংচুর করে পিকেটাররা। হরতাল চলাকালে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলার অভ্যন্তরীণ সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল।     এ ব্যাপারে ভোলা পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হরতালের সময় পিকেটিং করার সময় ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top