সকল মেনু

বাউফলে আ’লীগের বিশাল বিক্ষোভ মিছিল

 নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ ডিসেম্বর :  সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস, ভাংচুর ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ বুধবার দুপুরে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় জনতা ভবন থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১০-১২ হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারন মানুষ এ মিছিলে অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিল শুরুর প্রাক্কালে দলীয় কার্যালয় জনতা ভবনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সিনিয়র সহসভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, শামসুল আলম মিয়া ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, সেচ্ছা সেবকলীগের সভাপতি হারন-অর-রশিদ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম শিপন, যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপির চেয়ারম্যান মনির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ রুবেল প্রমূখ। অপর দিকে বিক্ষোভ মিছিল পরবর্তী থানা সংলগ্ন জেলা পরিষদের ডাক বাংলোয় উপজেলার ও জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ও বাউফল আসনের আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য পদ-প্রার্থী আসম ফিরোজ মতবিনিময় করেন। এসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে  হুইপ ফিরোজ বলেন, বাউফলে আওয়ামী লীগ নামধারী  কয়েক নেতা যারা বিগত ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাইনাস করার পক্ষে ছিলেন এবং তার গ্রেফতারের পর উল্লাস করেছেন, তারাই এসব গুজব ছড়িয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে। আমি কোন ঋণ খেলাপি নই। পটুয়াখালী জুট মিলের ১০জন পরিচালকের মধ্যে  আমি একজন। প্রতিষ্ঠানের অনুকুলে ব্যাংকের যে পাওনা ছিল তা ২৫ নবেম্বর পরিশোধ করে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top