সকল মেনু

পঞ্চগড়ে ফিলিং ষ্টেশনে জ্বালানি সংকট বন্ধের পথে শিল্প প্রতিষ্ঠান

 ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি :  লাগাতার অবরোধে বন্ধ হতে বসেছে শিল্প প্রতিষ্ঠান । পঞ্চগড় জেলার  ফিলিং ষ্টেশন গুলোতে দু-একটি পাম্পে পেট্রোল থাকলেও সবগুলো পাম্পে ইতিমধ্যেই ডিজেল শূন্য হয়ে পড়েছে। এদিকে পেট্রোল ও ডিজেল সংকটের কারণে খুচরা ব্যবসায়ীরা লিটার প্রতি বাড়তি মুল্যে জ্বালানি বিক্রি করছে। পঞ্চগড়ের অধিকাংশ ফিলিং ষ্টেশনের স্বত্তাধিকারী জানিয়েছেন, পাম্পে গত ৩-৪ দিন আগেই ডিজেল শেষ হয়ে গেছে। পেট্রোলের ষ্টক সীমিত হওয়ায়, সীমিত আকারে জরুরী সেবা প্রদান করা হচ্ছে। উৎকন্ঠায় পড়েছে জেলার ভারি শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল, কাজী ফামর্স, জেমজুট, জেমকলসহ জেলার ৫টি চা কারখানা। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে যে পরিমান জ্বালনির প্রয়োজন হয় তাতে ১৮ দলীয় জোটের অবরোধের কারনে জ্বালানি সংকটে পড়ে উৎপাদন ব্যহত হতে বসেছে। পাম্প মালিকদের সাথে কথা বলে জেলা প্রশাসন বিজিবি ও পুলিশের সাহায্যে ডিপো থেকে পেট্রোল ডিজেল আনার ব্যবস্থা করে ডিপোতে গাড়ী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top