সকল মেনু

ফিসপ্লেট খুলে ফেলায় চাঁদপুরে আন্তঃনগর মেঘনা ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:   মঙ্গলবার চাঁদপুরে পুলিশের সাথে ১৪ দলের কর্মীদের সংঘর্ষে দুই কর্মী নিহতের প্রতিবাদে আজ বুধবার চাঁদপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চরছে। চাঁদপুর থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর মেঘনা ট্রেনের ইঞ্জনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় চাঁদপুর-লাকসাম রেল পথে সকাল ৬ টা থেকে  ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চাঁদপুর থেকে ছয় কিলোমিটার দূরে শাহতলী এলাকায় রেল রাইনের ফিসপ্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি কম থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ট্রেনের চালক এ কে নিয়াজী জানায়, ট্রেনে প্রায় ৫শ’ যাত্রী ছিল। লাকসামে উদ্ধার যান খবর দেয়া হলেও এখনো ঘটনাস্থলে এসে পৌঁছে নি।    এদিকে চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সদর উপজেলার ঘোষেরহাট থেকে হাজীগঞ্জের বলাখাল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রধান সড়কের উপর অন্তত অর্ধশত গাছ কেটে ফেলে রাখা হয়েছে। ফলে ওই সড়কে রিক্সাও চলাচল করতে পারছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top