সকল মেনু

ট্যাবলেটে ইন্সটল করা যাবে ওরাকলের সিক্যুরিটি

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৪ ডিসেম্বর:  ট্যাবলেটে ইন্সটল করা যাবে ওরাকলের সিক্যুরিটি। ওরাকলের ডেস্কটপ সিক্যুরিটি সফ্টওয়্যার ট্যাবলেট বা আইপ্যাডে ইন্সটল করার সুবিধা যোগ করা হয়েছে সম্প্রতি।

প্রযুক্তির আধুনিকতার অগ্রগতির পাশাপাশি আই প্যাড বা ট্যাবলেটের চাহিদা এবং ব্যবহার বেড়েই চলেছে। ওরাকল সিকিউর গ্লোবাল ডেস্কটপ নামাক সফ্টওয়্যারটি আগে শুধু ডেস্কটপে ব্যবহার করা যেত। উইন্ডোজ এবং ম্যাকে গুগলক্রমে এইচটিএমএল ৫ যারা ব্যবহার করছেন তাদের ডিভাইসে আলাদাভাবে এটি ইন্সটল করতে হবে না।

ওরাকলের লিন্যাক্স অ্যান্ড ভার্চুয়াল ইঞ্জিনিয়ারিং এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উইম কোয়েকার্টস বলেন, “অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং আইপ্যাডে এই সুবিধা যোগ হওয়ার ফলে নতুন এই সংযোগ এর চাহিদা বাড়বে এবং আগের যে কোন সময়ের তুলনায় এর সংযোগ নেয়া ডিভাইসের সংখ্যা বাড়বে। এর ফলে গ্রাহকের নিজেদের সময় বাঁচবে এবং বিনিয়োগের সুফল তারা ভোগ করবেন।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top