সকল মেনু

সমঝোতার সুযোগ নেই- আব্দুল লতিফ সিদ্দিকী

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৪ ডিসেম্বর:  বিরোধী দলের সঙ্গে সমঝোতার সুযোগ নেই বলে জানালেন পাট ও বস্ত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আগে অন্দোলনকারীরা মারা যেতেন বা শহীদ হতেন। কিন্তু বর্তমানে আন্দোলনকারীদের নাশকতায় পুলিশসহ সাধারণ মানুষ মারা যাচ্ছেন। এখন অন্দোলন এবং আন্দোলনকারীদের চরিত্রের পরিবর্তন হয়েছে। ফলে দেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রেলের স্লিপার খুলে হত্যাকাণ্ড চালাচ্ছে তারা। লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বিরোধী দল এখন হাসিনামুক্ত বাংলাদেশ চাচ্ছে। হাসিনার অপরাধ কী? সমুদ্র জয়, মুজিব হত্যার ও যুদ্ধাপরাধীদের বিচার করাই তার অপরাধ। মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা ছাড়া সমঝোতার সুযোগ নেই। তাকে মাইনাস করে বেহেশতেও যেতে চাই না। সময়মতোই জাতীয় নির্বাচন হবে। আজ আমরা মুখোমুখি, এ লড়াইয়ে জয় আমাদের হবেই। তিনি জানান, দেশের এই পরিস্থিতিতেও ৫ বিলিয়ন রিজার্ভ থেকে ১৭ বিলিয়নে এসেছে। রপ্তানি আয় বেড়েছে। এ কারণেই বেড়েছে রিজার্ভের পরিমাণ। মিডিয়ার প্রচারণা নিয়ে তিনি বলেন, গতকাল দেশে নয়টি গাড়ি পোড়ানো হয়েছে। এ প্রচার করা হচ্ছে তথ্য ফলাও করে। কিন্তু এই অবরোধেও দেশের বিভিন্ন জায়গা থেকে ২০০০ লরি আসা-যাওয়া করেছে, সে তথ্য কেউ প্রকাশ করেনি।

মন্ত্রী বলেন, মিডিয়ার উচিত সঠিক তথ্য প্রচার করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top