সকল মেনু

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সময় দিল বিএনপি

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা:  নির্বাচনের তফসিল প্রত্যাহারের জন্য আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছে বিএনপি। এসময়ের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে দলটি।

আত্মগোপনে থেকে এক ভিডিওবার্তার মাধ্যমে এ আলটিমেটাম দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমদ।

বুধবার ভিডিও বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করা না হলে আরো কঠোর কর্মূসচির দেবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।’

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিএনপির মুখপাত্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন সালাহ উদ্দিন আহমেদ। এরপর থেকেই তিনিসহ দলের শীর্ষ নেতারা আত্মগোপনে। মির্জা ফখরুলসহ অন্যরা ইমেইলে বিবৃতি দিলেও সালাহ উদ্দিন প্রথম থেকেই ভিডিওবার্তায় দলীয় বিবৃতি দিচ্ছেন। চলতি অবরোধের ঘোষণাও তিনি ভিডিওবার্তাতেই দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top