সকল মেনু

ঢাকার ২০ আসনে এবার লড়বে ৭৪ জন

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৩ ডিসেম্বর:  রাজধানী ঢাকার ২০ সংসদীয় আসনে এবার মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ৭৪ জন প্রার্থী।  সোমবার সন্ধ্যায় ঢাকার বিভাগীয় কমিশনার এ এন শামসুদ্দীন আজাদ চৌধুরী ঢাকার ১৫ আসনে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এবার ঢাকা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। এরা হলেন-আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও জাতীয় পার্টির (জাপা) অ্যাডভোকেট সালমা ইসলাম এবং শফিকুল ইসলাম সেন্টু (স্বতন্ত্র)।

ঢাকা-২ আসনে ২ জন। এরা হলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং জাতীয় পার্টির (জাপা) শাকিল আহমেদ।

ঢাকা-৩ আসনে ২ জন। এরা হলেন আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু। আর জাতীয় পার্টির (জাপা) মিজানুর রহমান।

ঢাকা-৪ আসনে ৩ জন। এরা হলেন- সৈয়দ আবু হোসেন (জাপা), আওলাদ হোসেন (স্বতন্ত্র), অ্যাডভোকেট সানজিদা খানম ( আওয়ামী লীগ)।

ঢাকা-৫, আসনে ৭ জন। এরা হলেন শহীদুল ইসলাম (স্বতন্ত্র), আরজু শাহ সায়দাবাদী (তরিকত ফেডারেশন), আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা (আওয়ামী লীগ), মো. তাহিনুর রহমান (জাপা), মো. আব্দুর রশিদ ওরফে আব্দুর সরকার (ন্যাপ), মো. মনির হোসেন কমল (জেপি), মীর আব্দুস সবুর (জাপা)

ঢাকা-৬ আসনে প্রার্থী হলেন ৫ জন। এরা হলেন- সাইদুর রহমান শহীদ (স্বতন্ত্র), মিজানুর রহমান (আওয়ামী লীগ), কাজী ফিরোজ রশিদ (জাপা), মো. নিয়ামুল হক মালিক (স্বতন্ত্র), মো. আখতার হোসেন (ন্যাপ)।

ঢাকা-৭ আসনে প্রার্থী ৫ জন। এর মধ্যে মোস্তফা জালাল মহিউদ্দিন (আওয়ামী লীগ), হাজী মোহাম্মদ সেলিম (স্বতন্ত্র), মো. রিয়াজউদ্দিন (স্বতন্ত্র). মো. আফতাব গনি (জাপা), মো. হারুন অর রশিদ (জাপা)।

ঢাকা-৮ আসনে প্রার্থী ৫ জন। এরা হলেন রাশেদ খান মেনন (ওয়ার্কার্স পার্টি), জহুরুল আলম রুবেল (জাপা), মো. ইসমাইল মাহমুদ (স্বতন্ত্র), আব্দুর রহিম (জেপি), মির্জা আবদুস সালাম (স্বতন্ত্র)।

ঢাকা-৯ আসনে প্রার্থী ৩ জন। এরা হলেন- সাবের হোসেন চৌধুরী (আওয়ামী লীগ), অধ্যাপক দেলোয়ার হোসেন খান (জাপা), ডা. এম এ সামাদ (জেপি)।

ঢাকা-১০ আসনে ২ জন প্রার্থী। এদের মধ্যে শেখ ফজলে নূর তাপস (আওয়ামী লীগ) ও মো. হেলালউদ্দিন (জাপা)

ঢাকা-১১ আসনে প্রার্থী ৩ জন। মো. হারুন অর রশিদ (জাপা), একে এম রহমতউল্লাহ (আওয়ামী লীগ) ও মো. আবুল হাসনাত (জেপি)।

ঢাকা-১২ আসনে প্রার্থী ২ জন। আসাদুজ্জামান খান (আওয়ামী লীগ), মো. দেওয়ান আলী (জাপা)।

ঢাকা-১৩ আসনে প্রার্থী ৩ জন। জাহাঙ্গীর কবির নানক (আওয়ামী লীগ), মো. নাদের চৌধুরী (জাসদ), হাজী মো. শফিকুল ইসলাম (জাপা)।

ঢাকা-১৪ আসনে প্রার্থী ৪ জন। এর মধ্যে এম এ কাইয়ুম (জেপি), আসলামুল হক (আওয়ামী লীগ), শিরিন আকতার (জাসদ), মোস্তাকুর রহমান (জাপা)।

ঢাকা-১৫ প্রার্থী ৫ জন। কামাল আহমেদ মজুমদার (আওয়ামী লীগ), মো. সাইফুল ইসলাম, মো. এখলাসউদ্দিন মোল্লা (স্বতন্ত্র), মো. শামসুল হক (জাপা) ও দুলাল আকন (জেপি)।

ঢাকা-১৬ আসনে প্রার্থী ৭ জন। মো. মফিজুল হক বেবু (জেপি), আমির হোসেন মোল্লা (স্বতন্ত্র), মো. খালিদ হোসেন (বিএনএফ), সুলতান আহমেদ সেলিম (জাপা), মো. ইলিয়াস উদ্দিন মোল্লা (আওয়ামী লীগ), সরদার মো. মান্নান (স্বতন্ত্র), মো. আমানত হোসেন (জাপা)।

ঢাকা-১৭ আসনে প্রার্থী ৫ জন। কর্নেল (অব.) আবদুল লতিফ মালিক (জেপি), লে. কর্নেল (অব.) এম এ হান্নান মৃধা, এইচ এম এরশাদ (জাপা), মীর আজহার উদ্দিন (খেলাফত মজলিশ), আবুল কালাম আজাদ (বিএনএফ)।

ঢাকা-১৮ আসনে প্রার্থী ৪ জন। এদের মধ্যে অ্যাডভোকেট সাহারা খাতুন (আওয়ামী লীগ), বাহাউদ্দিন আহমেদ (জাপা), মো. আতিকুর রহমান নাজিম (বিএনএফ), এস এম ইদ্রিস আলী (জাসদ)।

ঢাকা-১৯ আসনে ২ জন। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান ও জাতীয় পার্টির পক্ষে আবুল কালাম আজাদ।

ঢাকা-২০ আসন থেকে ২ জন। এরা হলেন এম, এ, মালেক (আওয়ামী লীগ) এবং খান মোহাম্মদ ইসরাফিল খোকন (জাপা)।

উল্লেখ্য গতকাল সোমবার সন্ধ্যা ৫টায় শেষ হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। সারাদেশে ৩০০ সংসদীয় আসনের বিপরীতে এবার মনোনয়ন জমা পড়েছে ১১শ ২১জন প্রার্থীর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top