সকল মেনু

বনানীর ১ হাজার ৮০০ টেলিফোন বিকল

নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,  ঢাকা, ২ ডিসেম্বর: উত্তর বনানী এলাকার প্রায় ১ হাজার ৮০০ টেলিফোন লাইন বিকল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওইসব এলকার গ্রাহকরা।
সোমবার সকাল থেকেই ওইসব এলাকার একাধিক বাসিন্দা হটনিউজ২৪বিডি.কমকে জানান,  হঠাৎ করে টেলিফোন বিকল হয়ে পড়ায় বাধাগ্রস্ত হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা। আর এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) কোন নোটিশও দেয় নি।

এ প্রসঙ্গে বিটিসিএলের ঊধ্বর্তন এক কর্মকর্তা জানান, গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন কামাল আতার্তুক এভিনিউ রোড নং ২৪ হতে ২৭ পর্যন্ত সড়কের ম্যানহোলের ২০৩ মিটার ভূর্গভস্থ ক্যাবল ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৬৫ মিটার ক্ষতিগ্রস্থ ক্যাবল রাস্তার উপর পাওয়া গেলেও বাকি ১৩৮ মিটার ক্যাবল পাওয়া যায়নি। ফলে বনানী এলাকার প্রায় এক হাজার ৮০০ টেলিফোন বিকল হয়ে আছে।

বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, ইতোমধ্যে কেবল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে টেলিফোন লাইন পুনরায় চালু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top