সকল মেনু

মুন্সিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে যাত্রীবাহী ৩টি বাস

মুন্সিগঞ্জ সংবাদদাতা: ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা অবরোধের আজ শেষ দিনে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় দুপুর সোয়া ১২ টার সময় ছাত্রদল কর্মীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদল কর্মীরা সেখানে ৩ টি যাত্রীবাহী বাস ভাংচুর সহকারে বেশ কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। সমষপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হোসেন সুজন যাত্রীবাহী বাস ভাংচুর ও টায়ারে আগুন দেওয়া হয়েছে তার সত্যতা নিশ্চিত করেণ।এ বিষয়ে শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি যুবরাজ খান কাজল জানান,  সোমবার দুপুর ১২ টার সময় মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা যৌথভাবে বিএনপির কর্মীদের ধাওয়া দিলে ধাওয়া-ধায়ী পাল্টা ধাওয়া-ধায়ীর ঘটনা ঘটে।মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, অবরোধ সৃষ্টিকালে বিএনপির কর্মীদের পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিলে, বিএনপির কর্মীরা ওই সময় টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করার চেষ্টা চালালে পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে কয়েকটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে ছাত্রদল কর্মীরা ইটপাটকেল ছুরে মারলে যাত্রীবাহী বাসের কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে যায় বলে জানায় পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top