সকল মেনু

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় পাগলা কুকুরের কামড়ে আহত-৩

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীর গোরকমন্ডল সীমান্তে এবার ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের গুলিতে নয় ভারতীয় পাগলা কুকুরের কামড়ে ৩ বাংলাদেশী মারাত্বক আহত হয়েছে। জানা যায়,সোমবার সকাল ৮ টায় গোড়কমন্ডল সীমান্ত পথে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে একটি পাগলা কুকুর বাংলাদেশী গ্রাম গোরকমন্ডলে প্রবেশ করে। এসময় ঐ কুকুরটি গ্রামের সুরেশ চন্দ্র(৪০) কমল চন্দ্র (১৮) নরেন চন্দ্র (৪০) নামে ৩ ব্যক্তিকে কামড় দিলে তারা আহত হয়। এছাড়াও পরপর ৪টি গৃহপালিত পশুকে কামড় দিয়ে আহত করে । পরে গ্রামবাসীরা জড়ো হয়ে পাগলা কুকুরটিকে ধরে ছুড়ি-বল্লম দিয়ে মেরে ফেলে । এ ব্যাপারে সোমবার সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এরশাদুল হক জানান, আহত ৩জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদেরকে ভ্যাকসিন নিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top