সকল মেনু

ভোলায় বিএনপির সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে

 এম. শরীফ হোসাইন, ভোলা :  ভোলায় বিএনপির সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ব্যাপক বোমাবাজী, টিয়ার সেল নিক্ষেপ, শর্ট গানের গুলি আর লাঠিচার্জে সাংবাদিক (ক্যামেরা ম্যান) এবং পথচারীসহ অর্ধশতাধীক ব্যক্তি আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিল্প, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদের মনোনয়ন পত্র দাখিল করার সময় বিএনপির অবরোধের চলাকালে সদর উপজেলার বেপারী বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ সেখান থেকে থানা বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নোমান, যুবদল নেতা রফিকসহ যুবদলকর্মী কামাল, জব্বার, আনিছ মাল ও অহিদকে আটক করে। এর প্রতিবাদে শহরের কালিনাথ রায়ের বাজারের দলীয় কার্যালয়  থেকে বিএনপির একটি মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়। পুলিশি বাঁধার এক পর্যায়ে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। দ্বিতীয় দফায় ভকারীরা মিছিল বের করতে গেলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে তাদেরকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানে আশ্রয়  নিলে পুলিশ ওয়েষ্টার্ণ পাড়ার বিভিন্ন বাসা-বাড়িতে ঢুকে মহিলা ও নিরীহ জনগনকে লাঞ্ছিত করে। এসময় ছবি তুলতে গেলে পুলিশ ইন্ডিপেনডেন্ট ও চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাম্যান বিপ্লব রায় ও সময় টিভির ক্যামেরাম্যান উৎপলকে মারধর করে। এতে তাদের শরীরের বেশ কিছু অংশ ফেটে যায়। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top