সকল মেনু

সাম্প্রদায়িক শক্তির ইশারায় মমতা তিস্তা চুক্তিতে আপত্তি করছে-মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা প্রতিবেদক, ঢাকা, ২ ডিসেম্বর : মতার সাথে দুই দেশের সাম্প্রদায়িক শক্তির সর্ম্পক ভালো। ভারতকে যে শক্তি হিন্দু রাষ্ট্র বানানোর কথা বলছে এবং বাংলাদেশকে যারা ইসলামিক রাষ্ট্র বানানোর কথা বলছে তাদের ইশারায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বাংলাদেশ প্রস্তাবিত তিস্তা চুক্তিতে সম্মত হননি। এমনকি তাদের কথামতো তিনি বাংলাদেশে যাননি। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সিপিআইএম নেতা তথা পশ্চিবঙ্গের বিরোধী দলের নেতা সূর্য্য কান্ত মিশ্র।

রোববার সন্ধ্যায় কলকাতা উত্তর শহরতলী বারাসতে এক জনসভায় তিনি এই অভিযোগ করেন।

মিশ্র আরও বলেন,বাংলাদেশ সরকার যেখানে বারবার বলছেন সে দেশের নির্বাচনের জন্য তিস্তা চুক্তি খুব দরকার সেখানে মমতা নীতিহীনের মতো চলছে। এদিন তিনি মমতাকে আঞ্চলিক, জাতীয় এবং আর্ন্তজাতিক ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top