সকল মেনু

লিবিয়ায় জেল থেকে ৪০ বন্দির পলায়ন

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১ ডিসেম্বর:  লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় সাবহা শহরের এক জেল থেকে  প্রায় ৪০ বন্দি পালিয়ে গেছে।
শনিবার চীনা বার্তা সংস্থা সিনহুয়ায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, কয়েক জন বন্দুকধারীর সহায়তায় ওইসব বন্দিরা শুক্রবার জেল থেকে পালায়। লিবিয়ার সরকারি সংবাদ সংস্থা লানার বরাত দিয়ে সিনহুয়া জানায়, শুক্রবার ভোরে কয়েক জন অজ্ঞাতনামা বন্দুকধারী ওই কারাগারে হামলা চালায়। কারাগারের পরিচালক নাসর শাবান বলেন, তারা জেলের প্রবেশপথে ব্যাপক বন্দুক হামলা চালায় এবং ভিতরে এসে কয়েক জন বন্দিকে খুঁজতে থাকে। খুঁজে পাওয়ার পর হামলাকারীরা ৪০ বন্দিকে নিয়ে পালিয়ে যায়।
লিবিয়ায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে অহরহ জেল পালানোর ঘটনা ঘটছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top